কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
উত্তর, ২৪,পরগার, বাগদার পরমানন্দ ফরেস্ট এর বাসিন্দা শ্রীমতী শ্রাবনী মুহুরীর মৃতদেহ সৎকারের উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু নদীয়ার নবদ্বীপ গামী রাজ্যের জাতীয় সড়কের ওপর ট্রাকের ধাক্কা মারে সৎকারের গাড়িতে। ঘটনার স্হানে মৃত্যু হয় গাড়ির ড্রাইভারের।
সেই সঙ্গে মৃত্যু হয় প্রায়, ২৩,জন, শ্মশান যাত্রীর। এখনো বহু আহত ব্যাক্তিদের নিয়ে আসা হয় কৃষ্ণনগর সরকারি হাসপাতালে। বহু শ্মশান যাত্রীর অবস্হা আশঙ্কা জনক। মৃত্যুর বাড়তে পারে বলে মনে করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই ঘটনার পর গভীর দুখ্যপ্রকাশ করেন পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার স্হানে ছুটে আসেন নদীয়া জেলার পুলিশ সুপার ও নবদ্বীপ মহাকুমার পুলিশ। শ্মশান যাত্রীর গাড়িতে মোট, ৪০,জন, সদস্য ছিলেন। এর মধ্যে একটি ছয় বৎসরের শিশু ছিলেন সে এই পথ দুর্ঘটনায় মারা যান।।