ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।

বাদল অধিবেশন আগামী কাল সোমবার সকালে শুরু হচ্ছে এবং এই অধিবেশন চলবে, ১১,ই, আগাস্ট পযন্ত।

দিল্লির সংসদ ভবন এ যখন বাদল অধিবেশন চলবে ঠিক তার মধ্যে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দিল্লিতে গিয়ে দেখা করবেন ভারতের জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ও এন সি পি নেতা শ্রী শারদ পাওয়ার এবং আম আদমি পাটির নেতা শ্রী অরবিন্দ কেজরিওয়াল ও এস পি নেতা শ্রী অখিলেশ যাদব সব বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নেত্রীদের সাথে।

তার সাথে দিল্লিতে যাচ্ছেন সাবেক বিজেপি নেতা ও বি জে পি দলের বিধায়ক এবং সদ্য তৃনমূল দলে যোগদান করা তৃনমূল দলের নেতা শ্রী মুকুল রায়। এই প্রথম বিপুল জনপ্রিয়তা লাভ করে পশ্চিম বাংলায় ক্ষমতা দখল করে মুখ্যমন্ত্রী হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাত্রা তাৎপর্য রয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তবে তার দলের নেতা ও সংসদ সদস্যরা সংসদে পশ্চিম বাংলার বঞ্চনা ও পশ্চিম বাংলার বিরুদ্ধে মানবাধিকার কমিশনের ভূয়া তথ্য ও সি বি আই এর ভূমিকা পালন নিয়ে সংসদে সবর হবে।

কিন্তু সরকার পক্ষের সংসদ সদস্যরা পশ্চিম বাংলার সরকার এর বিরুদ্ধে মানবাধিকার কমিশনের সুপারিশ ও বিরোধী রাজনৈতিক দলের নেতা ও কর্মীদের উপর অত্যাচার ও মা বোনদের উপর পাশবিক অত্যাচার ও বিরোধী দলের নেতা ও কর্মীদের বাড়ির মহিলাদের উপর অত্যাচার ঘটনা এবং পুলিশের পক্ষপাতী মনোভাব পোষণ নিয়ে পশ্চিম বাংলার তৃনমূল দলের সংসদ সদস্যদের চেপে ধরার কৌশল নিয়েছেন।

এবং এই অধিবেশন ভারতের বিভিন্ন যায়গায় সরকার এর বিরুদ্ধে কোভিড পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদী সরকার এর ব্যার্থতার কথা তুলে ধরেবেন। এই অধিবেশন মহিলা ও শিশু সুরক্ষা বিষয় নিয়ে কিছু বিল পাস করার কথা আছে। ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবেশী দেশ আফগানিস্তান এ তালিবান সমস্যা নিয়ে ভারতের সরকারের অবস্থান নিয়ে সরকারের বক্তব্য জানতে চাইবে।

একই সাথে ভারতের জম্মু ও কাশ্মীর নির্বাচন নিয়ে বক্তব্য জানতে চাইবে। সেই সঙ্গে উত্তর প্রদেশের বিভিন্ন যায়গায় গণধর্ষণের মতো ঘটনা নিয়ে সরকারের ভূমিকা নিয়ে সরকারের কাছে বক্তব্য জানতে চাইবে। তার জন্য ভারতের জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর রন্ধন চৌধুরী কে নির্দেশ দিয়েছিলেন। রাজ্যসভায় দলের নেতা শ্রী মল্লিকা অর্জ্জন খাগরে কে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে সামাজিক দূরত্ব বজায় রাখে এই বাদল অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশন চলবে আগামী, ১১,ই, আগাস্ট পযন্ত।।আগামী কাল থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তৈরি সরকার ও বিরোধী পক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *