মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া (চট্টগ্রাম)প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে (১০ নভেম্বর বুধবার)বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে ইসি সচিব মোহাম্মদ হুমায়ুন কবীর খন্দকার এই তফসিল ঘোষণা করেন।
চলমান চতুর্থ ধাপের এই নির্বাচনে সরাদেশে ৮৪০ ইউনিয়নসহ লোহাগাড়া ৬ ইউনিয়নের তালিকা রয়েছে ইউনিয়ন গুলো হলে পদুয়া, চরম্বা, কলাউজান, চুনতি, পুটিবিলা, বড়হাতিয়া ইউনিয়ন জানা যায়, চতুর্থ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৫ নভেম্বর বাছাই ২৯ নভেম্বর আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এই ধাপে ৩৩টি ইউপিতে ইভিএমে ভোট নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গতঃ উপজেলার ৯ টি ইউনিয়নের মধ্যে ৩ টি ইউনিয়নের নির্বাচন গত বছরের ২০ অক্টোবর সম্পন্ন হয়। সেগুলো হল লোহাগাড়া সদর, আমিরবাদ ও আধুনগর ইউনিয়ন। এতে আধুনগর ইউনিয়ন ছাড়া বাকি দুটোতে নৌকার প্রর্থীরা বিজয় লাভ করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *