সাদ্দাম হোসেন মুন্না স্টাফ রিপোর্টার
বকশীগঞ্জ উপজেলায় কর্মরত বাংলাদেশ প্রেসক্লাবের সম্পাদক মন্ডলীর সদস্য দৈনিক দেশের কন্ঠ সাংবাদিক এম এ সালাম মাহমুদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সাংবাদিক এম শাহীন আল আমীন, সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় সাংবাদিক আব্দুল লতিফ লায়ন ও বাংলাদেশ প্রেসক্লাব বকশীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ভোরের দর্পণ সাংবাদিক মতিন রহমান। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, অসংখ্য অপকর্ম ঢাকার জন্য মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকের কলম দমন কারা চেষ্টা সফল হবেনা। সাংবাদিকরা সত্য প্রকাশ করবেই। সাংবাদিক নেতৃৃবন্দ অভিলম্বে মামলা প্রত্যাহারের দাবি করেন। এ ছাড়াও সাংবাদিক সালামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি ও নিন্দাি জ্ঞাপন করেছেন সরকার আব্দুর রাজ্জাক (তথ্যধারা), সরওয়ার জামান রতন (যুগান্তর), আব্দুল লতিফ লায়ন ( আমাদের সময়), একেএম নূর আলম নয়ন ( আমাদের নতুন সময়), মাসুূদ উল হাসান ( সমকাল), উৎপল মহন্ত (ঊর্মিবাংলা প্রতিদিন), ইলিয়াস আলী ( গণজয়), ইলিয়াস মিয়া ( ভোরের ডাক), আলমাস আলী ( আলোকিত সকাল), মোহাম্মদ আসাদ (আজকের বসুন্ধরা), লিয়াকত হোসেন বাবুল(ভোরের চেতনা), মনিরুজ্জামান(আজকের বসুন্ধরা), রতন ( দৈনিক খবরপত্র), আবু রশিদ ( বাংলাদেশ বুলেটিন),মোসাব্বিকুর রহমান নয়ন ( উর্মিবাংলা)।
