আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

আওয়ামীলীগ উপজেলা কমিটি থেকে পদবঞ্চিত ও কমিটিতে ঠাঁই না পাওয়ায় বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করে টায়ার জালিয়ে অগ্নিসংযোগ করেছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে রাণীশংকৈল উপজেলার বন্দর পূর্ব চৌরাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে পদবঞ্চিত নেতাকর্মীরা ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন।

বিক্ষোভকারীরা বলেন,উপজেলার প্রকৃত আওয়ামীলীগের যারা ত্যাগী নেতা তাদেরকে বাদ দিয়ে কমিটি করেছে রাণীশংকৈল উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক। এই কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করার দাবি জানান তারা।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন,রাণীশংকৈল উপজেলা বর্তমান চেয়ারম্যান ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাহারিয়ার আজম মুন্না, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি রফিউল ইসলাম, সাবেক মেয়র ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলমগীর সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা রুকুনুল ইসলাম ডলার, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আনিসুর রহমান বাকী,সাবেক ছাত্রলীগ সভাপতি আইয়ুব আলী, যুবলীগ সম্পাদক রমজান আলী প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠান সঞ্চালনা পরিচালনা করেন সাবেক সাবেক ছাত্রলীগ সম্পাদক বাবর আলী৷

বক্তব্যে বক্তারা বলেন, প্রকৃত আওয়ামীলীগ ব্যক্তিদের কমিটিতে না রেখে অদক্ষ অচেনা কম বয়সী লোকজন সহ সভাপতির পরিবারের একাধিক ব্যক্তিদের কমিটিতে রাখা হয়েছে। ৭২ ঘন্টার মধ্যে উক্ত কমিটি বিলুপ্ত ঘোঘণা করে অদক্ষ লোকদের পরিবর্তনের দাবি জানান৷
সেই সাথে রানীশংকৈলের নব-গঠিত উপজেলা আওয়ামীলীগ কমিটিকে বাতিল করে নতুন কমিটি গঠনের জোর দাবি জানান। আওয়ামীলীগের পদ-বঞ্চিত নেতাকর্মিরা বলেন তাদের দাবি না মানলে আরো কঠোরতম কর্মসূচি নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *