নিজস্ব প্রতিবেদন
মঙ্গলবার ৩১ ডিসেম্বর বিকেল চার ঘটিকায় নাসিক ১০নং ওয়ার্ড মীরপাড়া যুব সমাজের উদ্যোগে খেয়া ঘাট সংলগ্ন বালুর মাঠে বীর মুক্তিযোদ্ধা সম্মাননা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলওয়াত শেষে বীর মুক্তিযোদ্ধা মোহর আলী বলেন এই অনুষ্ঠান বিজয়ের আনন্দের, ৭১ সালে পাকিস্তানিদের হটিয়ে ত্রিশ লক্ষ শহিদ ও দুই লক্ষ মা’বোনের আত্মত্যাগের বিনিময়ে এই বিজয়। বাংলাদেশের ইতিহাস কে বাচিয়ে রাখতে এই ধরনের অনুষ্ঠানের কোন বিক্লব নেই। তাই মীর পাড়া যুব সমাজ কে ধন্যবাদ জানাই।
পরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করে বিজয়ী দের হাতে পুরস্কার বিতরণ করেন উপস্থিত মুক্তি যুদ্ধা ও সম্মানিত ব্যক্তি বর্গ।
উক্ত অনুষ্ঠানে মোঃ আরিফ মীরে’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহর আলী, বীর মুক্তিযোদ্ধা শুক্কুর মাহমুদ, মীর আব্দুল সুবহান সভাপতি মীরপাড়া জামে মসজিদ, মীর আলমগীর হোসেন সভাপতি মীরপাড়া পঞ্চায়েত কমিটি, মোঃ মনিরুজ্জামান সহ-সভাপতি মীরপাড়া পঞ্চায়েত কমিটি, মীর মোঃ আবু সাইদ, মোঃ খোরশেদ, মোস্তফা মেম্বার, কামরুল হাসান সুমন, মীর পারভেজ, মোঃ সজিব, বাপ্পি প্রধান, মীর আবির, মোঃ আল-আমীন, রোপম প্রমুখ।