মোঃ মাহিদুল হাসান মাহি নিজস্ব প্রতিবেদকঃ বগুড়া চারমাথা এলাকায় অবস্থিত আবাসিক “হোটেল চারমাথা গত (১৭ ই মার্চ) বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বীর আমির হামজা এর নেতৃত্বে উক্ত অভিযানে অংশগ্রহণ করেন আনসার বাহিনীর সদস্যরা।
অভিযোগ রয়েছে, উক্ত হোটেলে দীর্ঘদিন ধরেই অসামাজিক কার্যকলাপ চলে আসছিলো। চলছিলো জমজমাট দেহ ব্যবসা। এরই প্রেক্ষিতে বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে “বগুড়ায় বেশকিছু আবাসিক হোটেল হয়ে উঠেছে এখন মিনি পতিতালয়” শীর্ষক খবর প্রকাশিত হলে তা ভাইরাল হয়। পাশাপাশি সচেতন মহলে দেখা যায় সমালোচনার ঝড়।
এরই মাঝে গত (১৭ ই মার্চ) আবাসিক হোটেল গুলোতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় অনৈতিক কার্যক্রমের সত্যতা পাওয়ায় ১১ জনকে আটক করেন বিজ্ঞ আদালত। পরে দণ্ডবিধির ২৯০ ধারা মোতাবেক প্রত্যেককে ২০০ টাকা করে মোট ২২০০ টাকা জরিমানা আদায় করেন বিজ্ঞ ভ্রাম্যমাণ আদালত।
পরে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করায় হোটেল চারমাথা সিলগালা করে দেন বিজ্ঞ আদালত। এসময় উপস্থিত অনেকেই উক্ত অভিযানকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি সামাজিক এই অবক্ষয় রোধে নিয়মিত অভিযান পরিচালনা করার জন্য জেলা প্রশাসনের প্রতি আহবান জানান জনসাধারণ।
