নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ জেলায় প্রায় ৩০ লক্ষ মানুষের সেবা দিয়ে আসছে এই হাসপাতালটি। গত বছর ২৭ ই মার্চ ২০২০ হইতে এ বছর ফেব্রুয়ারী ২২ – ২০২১ তারিখ পর্যন্ত প্রায় এক বছর বন্ধ ছিলো খানপুর হাসপাতাল। করোনা চিকিৎসা সেবার জন্য নারায়ণগঞ্জ জেলা সহ আশে পাশের জেলা মুন্সি গঞ্জ, কুমিল্লা,নরসিংদীর মানুষ চিকিৎসা সেবা নিতে আসতেন এই হাসপাতালে। ৩০০ শয্যা হাসপাতালে করোনা রুগী থাকতো মাত্র ১২ হইতে ২০ জন সাধারণ মানুষ চিকিৎসা সেবা না পেয়ে ভুগছেন নারায়ণগঞ্জ জেলায় প্রায় ৩০ লক্ষ। করোনার ভেকসিন বেরিয়ে আসাতে আবারো খুলে দেওয়া হলো নারায়ণগঞ্জ ৩০০ শয্যা জেনারেল হাসপাতাল। একাত্তর বাংলাদেশ প্রতিনিধি খানপুর হাসপাতাল ঘুরে কয়েক জন ডাক্তার দের সঙ্গে কথা বলে জানতে পারে এখন ৩০০ শয্যা জেনারেল হাসপাতালে আগের মতোই মানুষ চিকিৎসা সেবা নিতে পারবে। হাসপাতালের জরুরি বিভাগের সেবা সহ সকল চিকিৎসা সেবা চালু করা হয়েছে তাই মাক্স পরে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে পারবে সবাই।
