বোরহান মেহেদীঃ
নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর মনোহরদীতে বহ্মপুত্র নদে ডুবে বাবা এবং ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার ১৯ মার্চ বেলা ১১টার দিকে উপজেলার শকুন্দী ইউনিয়নের দীঘাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মো. জাকারিয়া ফরাজী (৫০) ও তার ছেলে মো. সাজিদ ফরাজী (৭)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত জাকারিয়া ফরাজী পেশায় একজন কৃষক। তার কৃষি জমি নদীর পাড়ে। সকালে ছেলেকে নিয়ে মাঠের উদ্দেশে বের হন তিনি। এ সময় কলাগাছের ভেলা দিয়ে বহ্মপুত্র নদ পার হওয়ার সময় তার ছেলে নদীতে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে জাকারিয়া নদীতে ঝাঁপ দেন। একসময় দুজনই নদীতে তলিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে মনোহরদী থানার ওসি মোহাম্মদ আনিছুর রহমান জানান, নদীর মাঝখানে যাওয়ার পর ভেলা থেকে শিশুটি উল্টে পড়ে যায়। পরে তাকে বাঁচাতে দিয়ে দুজনেরই মৃত্যু হয়।