গীতি গমন চন্দ্র রায় গীতি।।
স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁওয়ে ৩১শে মার্চ ২০২১ বুধবার জেলা প্রশাসক সন্মেলন কক্ষে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও সহিংসতা মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়।এ অনুষ্ঠান ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপি ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে সংলাপ অনুষ্ঠানে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম,বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোশফেকুর রহমান,জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা,সংস্থার এপিসি ম্যানেজার স্বপন মন্ডল,এডভোকেসী কোঅর্ডিনেটর তানজিমুল ইসলাম প্রমুখ । সংলাপে সংস্থার চাইল্ড ও ইয়্যুথ ফোরামের সদস্য ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সংলাপে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও সহিংসতা মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গঠনে বিভিন্ন সুপারিশমালা উঠে আসে উক্ত সংলাপ অনুষ্ঠানে।
