বন্দর প্রতিনিধি: আগামী রাষ্ট্র নায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন লক্ষে বন্দরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টায় মুছাপুর ইউনিয়ন বিএনপি ও যুবদলের আয়োজনে বন্দর উপজেলার চর ইসলামপুর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য মোঃ হাবিবুর রহমান দুলাল বলেন, জনগনের গনতন্ত্র অধিকার প্রতিষ্ঠা করাই তারেক রহমানের মূল লক্ষ। আমরা বিএনপি করি শহীদ জিয়ার আর্দশকে বুকে ধারন করে। শহীদ জিয়া এদেশে কৃষি বিল্পব ঘটিয়ে ছিলেন। রাষ্ট্র কাঠামো উন্নয়নে আমার নেতা তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নে কোন বিকল্প নেই।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি মধ্যে একাধিক গ্রুপিং রয়েছে। আমি নেতাকর্মীদের আহবান জানাব আপনারা দলের মধ্যে বিভক্তি তৈরি না করে বিএনপিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন। ১৬ বছরে ফ্যেসিস্ট সরকার এদেশের অর্থনিতিকে ধ্বংশ করে দিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে এ ধ্বংশাত্মক দেশকে উন্নয়নশিল রাষ্ট্রে পরিনত করতে হবে। সে সাথে
বন্দর উপজেলা বিএনপিকে শক্তিশালী করতে হলে আমাদের নেতা আলহাজ্ব আতাউর রহমান মুকুলের বহিস্কার আদেশ প্রত্যাহার করার জন্য তারেক রহমানসহ কেন্দ্রীয় সিনিয়র নেতাদের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

মুছাপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ৩১ দফা বাস্তবায়ন লক্ষে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানা বিএনপি নেতা মেজবা উদ্দিন স্বপন, মুছাপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোঃ হাসানুজ্জামান খোকন, একই কমিটির সাবেক সাধারন সম্পাদক মোঃ মোসলে উদ্দিন প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন, নাসিক ২৪ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ সভাপতি মোঃ হানিফ, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা সাফি, আব্দুর রাজ্জাক, ২৩ নং ওয়ার্ড বিএনপি নেতা হাজী ফখরউদ্দিন ডালিম ও আক্তার হোসেন, ২০ নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সম্পাদক এসাক আজাদ, সাংগঠনিক আব্দুল জাব্বার পাঠান, ২০ নং ওয়ার্ড বিএনপি নেতা নাদিম মাহামুদ, মদনপুর ইউনিয়ন বিএনপি নেতা রুহুল আমিন, মুছাপুর ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো: জাহাঙ্গীর আলম, মুছাপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি নেতা মিছির আলী, বন্দর ইউনয়ন ৯নং ওযার্ড বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক দোস্তগীর হোসেন পাভেল,মুছাপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের বিএনপি নেতা জামান প্রধান, ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা হিরন বাদশা, টাইগার রশিদ ও সালামসহ মুছাপুর ইউনিয়ন বিএনপি ও যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *