খাদিজা আক্তার ভাবনাঃ
আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো এ.এস.সি-৮৬ আনন্দ ভ্রমন-২০২১।
গত ১১ মার্চ এ.এস.সি- ৮৬ আয়োজনে মাওয়া রির্সোটে অনুষ্ঠিত হল আনন্দ ভ্রমন-২০২১ বনভোজন। এ.এস.সি-৮৬ এর আহবায়ক কাজী রেজাউল করিম এর নেতৃত্বে সকাল ৮টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার হতে ৭০জন বন্ধু একত্রিত হয়ে মাওয়া রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আনন্দভ্রমনের উদ্বোধন করেন এএসসি-৮৬ নারায়ণগঞ্জ কমিটি চেয়ারম্যান মো: শাহাদাৎ হোসেন ভুঁইয়া সাজনু। এই আনন্দ ভ্রমন ২০২১ বহরে যুক্ত ছিলেন মো: নুরে আলম রিপন, সৈয়দ আল আহম্মদ আলাল, তমাল আহমেদ, মো: সাইফুল ইসলাম, মো: আমিনুল ইসলাম, সুলতানা পারু, শহীদ সারোয়ার, তারেক সালাহউদ্দিন, নুরে আলম লিটু, শেখ সেলিম, ডা: মিজানুর রহমান, ফরিদ আহমেদ খান, রতন সাহা, রিপন সাহা, কাজী জাহিদুল ইসলাম, মাহফুজুর করিম মনা, বিপ্লব কুমার সাহা, স.ম মুজাম্মেল, শামীম আহমেদ শ্যামল, কাজী আসিফ মাহমুদ, বিপ্লব রায়, মো: আব্দুল হালিম, জাবেদ রাজু, পুতুল, পুতুল নেওয়াজ, রনবীর রায়, জহির আহমেদ, মাহবুবুর রহমান, আসাদুল হক রুবেল, জাবেদ রাজু, ভোলানাথ বণিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *