নিজস্ব সংবাদদাতা: এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিল ও ঈদ উপহার প্রদান করেছেন মানবতার ফেরিওয়ালা খ্যাত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

১৬ রমজান সোমবার (১৭ মার্চ) বাদ আছর ফতুল্লার মুসলিম নগর এলাকায় বায়তুল আমান সরকারী শিশু পরিবার (বালক) এতিম খানায় সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে তিনি এ ইফতার মাহফিলের আয়োজন করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ ‎জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন- এতিম খানার সুবিধা বঞ্চিতদের মাঝে হাসি ফোঁটাতেই আমরা তাদের কাছে এসেছি। তাদের নতুন পোষাক দিয়ে হাসি ফোঁটাতে চাই। আমরা সবাই তাদের পাশে আছি। এ জীবন শুধু দুঃখের নয়। এ-ই সমাজে যারা পিছিয়ে পরে আছে, আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে। এখানে যারা এতিম হিসেবে আছে, তারা এতিম নয়। উন্নত রাস্ট্র গড়তে চাইলে যারা পিছিয়ে আছে তাদের নিয়েই গড়তে হবে। প্রত্যেকটি শিশুকে যোগ্য নাগরিক হিসেবে আমাদের গড়ে তুলতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার উপ-পরিচালক ডঃ মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমঙ্গির হোসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নিলুফা ইয়াসমিন, জেলা প্রশাসক রাজস্ব জাহিদ হোসাইন সিদ্দিক, সদর উপজেলা নির্বাহী অফিসার জাফর সাদেক চৌধূরী, ফতুল্লা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান নূর, জেলা সমাজ সেবা অফিসার আসাদুজ্জমান সরদার, জেলা তথ্য অফিসার কামরুজ্জামান, ডেপুটি কালেক্টর নেজারত মোঃ তামশিদ ইরাম খান, এতিম খানার তত্ত্বাবধায়ক মোঃ রিয়াজ উদ্দিন সহ অন্যান্য জেলা ম্যাজিষ্ট্রেটগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *